ইশাইয়া 63:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. উনি কে, যিনি ইদোম থেকে আসছেন,রক্তরঞ্জিত পোশাক পরে বস্রা থেকে আসছেন?উনি কে, যিনি তাঁর পরিচ্ছদে মহিমান্বিত,তাঁর মহা শক্তিতে চলে আসছেন?‘এ আমি, যিনি ধর্মশীলতায় কথা বলেন,ও যিনি উদ্ধার করণে বলবান।’

2. আপনার কোর্তা রক্তমাখা কেন?আপনার পোশাক কুণ্ডে আঙ্গুরদলনকারীর পোশাকের মত কেন?

3. ‘আমি কুণ্ডের আঙ্গুর একাকী দলন করেছি,জাতিদের মধ্যে কেউই আমার সঙ্গে ছিল না।আমি ক্রোধে তাদেরকে দলন করলাম,ক্রুদ্ধ হয়ে তাদেরকে মাড়াই করলাম;আর তাদের রক্তের ছিটা আমার পোশাকে লাগল,আমার সমস্ত কাপড় কলঙ্কিত করলাম।

4. কেননা প্রতিশোধের দিন আমার হৃদয়ে রয়েছে,ও আমার মুক্ত লোকদের বছর আসল।

5. আমি দেখলাম, কিন্তু সহকারী কেউ ছিল না;আমি আশ্চর্য হলাম, কেননা সহায় কেউ ছিল না;তাই আমারই বাহু আমার জন্য উদ্ধার সাধন করলো,ও আমার কোপই আমাকে তুলে ধরলো।

6. আর আমি ক্রোধে জাতিদেরকে দলন করলাম,ক্রুদ্ধ হয়ে তাদেরকে মাতাল করলাম,মাটিতে তাদের রক্তপাত করলাম।’

ইশাইয়া 63