17. আমি ব্রোঞ্জের পরিবর্তে সোনা এবং লোহার পরিবর্তে রূপা আনবো,কাঠের পরিবর্তে ব্রোঞ্জ ও পাথরের পরিবর্তে লোহা আনবো;আর আমি শান্তিকে তোমার অধ্যক্ষ্য করবো,ধার্মিকতাকে তোমার শাসনকর্তা করবো।
18. আর শোনা যাবে না— তোমার দেশে উপদ্রবের কথা,তোমার সীমার মধ্যে ধ্বংস ও বিনাশের কথা;কিন্তু তুমি তোমার প্রাচীরের নাম ‘উদ্ধার’ রাখবে,তোমার তোরণদ্বারের নাম ‘প্রশংসা’ রাখবে।
19. সূর্য আর দিনে তোমার জ্যোতি হবে না,আলোর জন্য চন্দ্রও তোমাকে জ্যোৎস্না দেবে না,কিন্তু মাবুদই তোমার চিরকালের জ্যোতি হবেন,তোমার আল্লাহ্ই তোমার ভূষণ হবেন।