আর যারা তোমাকে দুঃখ দিত,তাদের সন্তানেরা হেঁট হয়ে তোমার কাছ আসবে;এবং যারা তোমাকে হেয়জ্ঞান করতো,তারা সকলে তোমার পদতলে সেজ্দা করবে,আর তোমাকে বলবে, এটি মাবুদের নগরী,এটি ইসরাইলের পবিত্রতমের সিয়োন।