ইশাইয়া 60:1-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. উঠ, আলোকিত হও, কেননা তোমার আলো উপস্থিত,মাবুদের মহিমা তোমার উপরে উদিত হল।

2. কেননা, দেখ, অন্ধকার দুনিয়াকে,ঘোর অন্ধকার জাতিদেরকে আচ্ছন্ন করছে,কিন্তু তোমার উপরে মাবুদ উদিত হবেনএবং তাঁর মহিমা তোমার উপরে দৃষ্ট হবে।

3. আর জাতিরা তোমার আলোর কাছে আগমন করবে,বাদশাহ্‌রা তোমার অরুণোদয়ের আলোর কাছে আসবে।

4. তুমি চারদিকে চোখ তুলে দেখ,ওরা সকলে একত্র হয়ে তোমার কাছে আসছে;তোমার পুত্ররা দূর থেকে আসবে,তোমার কন্যাদের কোলে করে আনা হবে।

5. তখন তুমি তা দেখে আনন্দে উজ্জ্বল হবে,তোমার অন্তর স্পন্দিত ও বিকশিত হবে;কেননা সমুদ্রের দ্রব্যরাশি তোমার দিকে ফিরিয়ে আনা যাবে,জাতিদের ঐশ্বর্য তোমার কাছে আসবে।

6. তোমাকে আবৃত করবে উটের বহর,মাদিয়ান ও ঐফার দ্রুতগামী সমস্ত উট;সাবা দেশ থেকে সকলেই আসবে;তারা সোনা ও কুন্দুরু আনবেএবং মাবুদের প্রশংসার সুসংবাদ তবলিগ করবে।

7. কায়দারের সমস্ত ভেড়ার পাল তোমার কাছে একত্রীকৃত হবে,নবায়োতের ভেড়াগুলো তোমার পরিচর্যা করবে;আমার কোরবানগাহ্‌র উপরে কোরবানী হিসেবে তাদের কবুল করা হবে,আর আমি নিজের ভূষণস্বরূপ গৃহ বিভূষিত করবো।

8. ওই কারা উড়ে আসছে,মেঘের মত, নিজ নিজ খোপের দিকে কবুতরের মত?

ইশাইয়া 60