1. আমরা যা শুনেছি, তা কে বিশ্বাস করেছে?মাবুদের বাহু কার কাছে প্রকাশিত হয়েছে?
2. কারণ তিনি তাঁর সম্মুখে চারার মতএবং শুকনো ভূমিতে উৎপন্ন মূলের মত বেড়ে উঠলেন;তাঁর এমন রূপ বা শোভা নেই যে,তাঁর প্রতি দৃষ্টিপাত করিএবং এমন আকৃতি নেই যে, তাঁকে ভালবাসি।
3. তিনি অবজ্ঞাত ও মানুষের ত্যাজ্য,ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হলেন;লোকে যা থেকে মুখ আচ্ছাদন করে,তার মত তিনি অবজ্ঞাত হলেন,আর আমরা তাঁকে মান্য করি নি।