8. শোন, তোমার প্রহরীদের স্বর!তারা উচ্চধ্বনি করছে,তারা একসঙ্গে আনন্দগান করছে,কেননা মাবুদ যখন সিয়োনে ফিরে আসেন,তখন তারা প্রত্যক্ষ দেখবে।
9. হে জেরুশালেমের সমস্ত উৎসন্ন স্থান,উচ্চরব কর, একসঙ্গে আনন্দগান কর,কেননা মাবুদ তাঁর লোকদের সান্ত্বনা দিয়েছেন,তিনি জেরুশালেমকে মুক্ত করেছেন।
10. মাবুদ সর্বজাতির দৃষ্টিতেতাঁর পবিত্র বাহু অনাবৃত করেছেন;আর দুনিয়ার সমুদয় প্রান্তআমাদের আল্লাহ্র উদ্ধার দেখবে।
11. চল চল, সেই স্থান থেকে বের হও,নাপাক কোন বস্তু স্পর্শ করো না,ওর মধ্য থেকে বের হও;হে মাবুদের পাত্র-বাহকেরা, তোমরা পাক-পবিত্র হও।
12. কেননা তোমরা ত্বরান্বিত হয়ে বাইরে যাবে না,পালিয়ে যাবে না;কারণ মাবুদ তোমাদের আগে আগে যাবেন,ইসরাইলের আল্লাহ্ তোমাদের পিছন দিকের রক্ষক হবেন।
13. দেখ, আমার গোলাম কৃতকার্য হবেন; তিনি উচ্চ ও উন্নত ও মহামহিম হবেন।
14. মানুষের চেয়ে তাঁর আকৃতি, মানব সন্তানদের চেয়ে তাঁর রূপ বিকারপ্রাপ্ত বলে যেমন অনেকে তাঁর বিষয়ে হতবুদ্ধি হত,