5. আর মাবুদ বলেন, এখন এই স্থানে আমার কি আছে? কেননা আমার লোকেরা বিনামূল্যে নীত হয়েছে। মাবুদ বলেন, তাদের কর্তারা চিৎকার করছে এবং আমার নাম সমস্ত দিন অবিরত নিন্দিত হচ্ছে।
6. এজন্য আমার লোকেরা আমার নাম জানবে, এজন্য তারা সেদিন জানবে যে, আমিই কথা বলছি; দেখ, এই আমি।
7. আহা! পর্বতমালার উপরে,তারই চরণ কেমন শোভা পাচ্ছে,যে সুসংবাদ তবলিগ করে, শান্তি ঘোষণা করে,মঙ্গলের সুসংবাদ তবলিগ করে,উদ্ধার ঘোষণা করে, সিয়োনকে বলে,তোমার আল্লাহ্ রাজত্ব করেন।
8. শোন, তোমার প্রহরীদের স্বর!তারা উচ্চধ্বনি করছে,তারা একসঙ্গে আনন্দগান করছে,কেননা মাবুদ যখন সিয়োনে ফিরে আসেন,তখন তারা প্রত্যক্ষ দেখবে।
9. হে জেরুশালেমের সমস্ত উৎসন্ন স্থান,উচ্চরব কর, একসঙ্গে আনন্দগান কর,কেননা মাবুদ তাঁর লোকদের সান্ত্বনা দিয়েছেন,তিনি জেরুশালেমকে মুক্ত করেছেন।
10. মাবুদ সর্বজাতির দৃষ্টিতেতাঁর পবিত্র বাহু অনাবৃত করেছেন;আর দুনিয়ার সমুদয় প্রান্তআমাদের আল্লাহ্র উদ্ধার দেখবে।