ইশাইয়া 52:1-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. জাগ, জাগ, হে সিয়োন বল পরিধান কর;পবিত্র নগরী জেরুশালেম, তোমার সমস্ত সুন্দর পোশাক পরিধান কর,কেননা এখন থেকে তোমার মধ্যে খৎনা-না-করানো বা নাপাক লোকআর প্রবেশ করবে না।

2. শরীরের ধুলা ঝেড়ে ফেল,হে জেরুশালেম,উঠ, উপবেশন কর;হে বন্দী সিয়োন-কন্যে,তোমার ঘাড়ের বাঁধনগুলো খুলে ফেল।

3. কারণ মাবুদ এই কথা বলেন, তোমাকে বিনামূল্যে বিক্রি করা হয়েছিলে, আর বিনামূল্যেই মুক্ত হবে।

4. কেননা সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমার লোকেরা আগে মিসরে প্রবাস করার জন্য সেই স্থানে নেমে গিয়েছিল; আবার আশেরিয়া অকারণে তাদের প্রতি জুলুম করলো।

5. আর মাবুদ বলেন, এখন এই স্থানে আমার কি আছে? কেননা আমার লোকেরা বিনামূল্যে নীত হয়েছে। মাবুদ বলেন, তাদের কর্তারা চিৎকার করছে এবং আমার নাম সমস্ত দিন অবিরত নিন্দিত হচ্ছে।

6. এজন্য আমার লোকেরা আমার নাম জানবে, এজন্য তারা সেদিন জানবে যে, আমিই কথা বলছি; দেখ, এই আমি।

7. আহা! পর্বতমালার উপরে,তারই চরণ কেমন শোভা পাচ্ছে,যে সুসংবাদ তবলিগ করে, শান্তি ঘোষণা করে,মঙ্গলের সুসংবাদ তবলিগ করে,উদ্ধার ঘোষণা করে, সিয়োনকে বলে,তোমার আল্লাহ্‌ রাজত্ব করেন।

8. শোন, তোমার প্রহরীদের স্বর!তারা উচ্চধ্বনি করছে,তারা একসঙ্গে আনন্দগান করছে,কেননা মাবুদ যখন সিয়োনে ফিরে আসেন,তখন তারা প্রত্যক্ষ দেখবে।

ইশাইয়া 52