আমি আসলে কেউ উপস্থিত হল না কেন?আমি ডাকলে কেউ উত্তর দিল না কেন?আমার হাত কি এমন সংকীর্ণ হয়েছে যে,আমি মুক্ত করতে পারি না?আমার কি উদ্ধার করার ক্ষমতা নেই?দেখ, আমি ধমক সমুদ্র শুকিয়ে ফেলি,নদনদী মরুভূমিতে পরিণত করি,সেখানকার সমস্ত মাছ পানির অভাবে দুর্গন্ধযুক্ত হয়,পিপাসায় মারা পড়ে।