2. তিনি তার চারদিকে খনন করলেন,তার পাথরগুলো তুলে ফেললেন,সেই স্থানে উত্তম আঙ্গুরলতা রোপণ করলেন,তার মাঝখানে উঁচু পাহারা-ঘর নির্মাণ করলেন,আর আঙ্গুর মাড়াবার একটি কুণ্ডও খনন করলেন;আর অপেক্ষা করলেন যে, আঙ্গুর ফল ধরবে,কিন্তু ধরলো বন্য আঙ্গুর।
3. এখন হে জেরুশালেম-নিবাসীরা ও এহুদার সমস্ত লোক, আরজ করি, তোমরা আমার ও আমার আঙ্গুর-ক্ষেতের মধ্যে বিচার কর;
4. আমার আঙ্গুর-ক্ষেতে এমন আর কি করা যেত, যা আমি করি নি? আমি যখন অপেক্ষা করলাম যে, আঙ্গুর ফল ধরবে, তখন কেন তাতে বন্য আঙ্গুর ধরলো?
5. এখন শোন, আমি আমার আঙ্গুর-ক্ষেতের প্রতি যা করবো তা তোমাদেরকে জানাই; আমি তার বেড়া দূর করবো, তা ধ্বংস হবে, আমি তার প্রাচীর ভেঙ্গে ফেলবো, তা দলিত হবে।
6. আমি তা উৎসন্ন-স্থান করবো, তার লতা পরিষ্কার বা ভূমি খনন করা যাবে না, আর তা কাঁটাঝোপ ও কাঁটাগাছের জঙ্গল হবে এবং আমি মেঘমালাকে হুকুম দেব, যেন তাদের উপরে পানি বর্ষণ না করে।
7. ফলত ইসরাইল-কুল বাহিনীগণের মাবুদের আঙ্গুর-ক্ষেত এবং এহুদার লোকেরা তাঁর রমণীয় চারা; তিনি ন্যায়বিচারের অপেক্ষা করছিলেন, কিন্তু দেখ, রক্তপাত; তিনি ধার্মিকতার অপেক্ষা করছিলেন, কিন্তু দেখ, দুঃখের কান্না।
8. ধিক্ তাদেরকে, যারা বাড়ির সঙ্গে বাড়ি যোগ করে,ক্ষেতের সঙ্গে ক্ষেত সংযোগ করে,অবশেষে আর স্থান থাকে না,তোমাদেরকে দেশমধ্যে একাকী বাস করান হয়!
9. বাহিনীগণের মাবুদ আমাকে জানিয়ে বলেন, নিশ্চয়ই অনেক বাড়ি ধ্বংসস্থান হবে, বড় ও সুন্দর হলেও সেই স্থানে কেউ বাস করবে না।