17. আর ভেড়ার বাচ্চাগুলো যেমন নিজেদের চারণভূমিতে চরে, তেমনি চরবে,বিদেশীরা হৃষ্টপুষ্ট লোকদের ধ্বংসস্থানগুলো উপভোগ করবে।
18. ধিক্ তাদেরকে, যারা মিথ্যার দড়ি দিয়ে অপরাধকে টেনে আনে,আর যেন ঘোড়ার গাড়ির দড়ি দিয়ে গুনাহ্ টেনে আনে,
19. বলে, ‘তিনি তাড়াতাড়ি করুন,নিজের কাজ তাড়াতাড়ি করুন,যেন আমরা তা দেখতে পাই;ইসরাইলের পবিত্রতমের মন্ত্রণা কাছে আসুক,যেন আমরা তা জানতে পাই!’
20. ধিক্ তাদেরকে, যারা মন্দকে ভাল, আর ভালকে মন্দ বলে,আলোকে আঁধার ও আঁধারকে আলো বলে ধরে,মিষ্টকে তিক্ত, আর তিক্তকে মিষ্ট মনে করে!
21. ধিক্ তাদেরকে, যারা নিজ নিজ চোখে জ্ঞানবান,নিজ নিজ দৃষ্টিতে বুদ্ধিমান!
22. ধিক্ তাদেরকে, যারা আঙ্গুর-রস পান করতে বীরপুরুষ,আর সুরা মিশাতে বলবান;
23. যারা উৎকোচের জন্য দুষ্ট লোককে নির্দোষ করে,আর ধার্মিককে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে!