ইশাইয়া 5:14-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. এই কারণ পাতাল তার উদর বিস্তার করেছে, অপরিমিতরূপে মুখ খুলে হা করেছে; আর ওদের আভিজাত্য, ওদের লোকারণ্য, ওদের কলহ এবং যারা ওদের মধ্যে উল্লাস করে সকলে সেখানে নেমে যাচ্ছে।

15. আর সামান্য লোক অধোমুখ হয়,মান্য লোক অবনত হয় এবংঅহংকারীদের দৃষ্টি অবনত হয়।

16. কিন্তু বাহিনীগণের মাবুদ বিচারে উন্নত হন,পবিত্রতম আল্লাহ্‌ ধর্মশীলতায় পবিত্র বলে মান্য হন।

17. আর ভেড়ার বাচ্চাগুলো যেমন নিজেদের চারণভূমিতে চরে, তেমনি চরবে,বিদেশীরা হৃষ্টপুষ্ট লোকদের ধ্বংসস্থানগুলো উপভোগ করবে।

ইশাইয়া 5