1. আমি আমার প্রিয়ের উদ্দেশে তাঁর আঙ্গুরক্ষেতের বিষয়ে আমার প্রিয়ের একটি গজল-গান করি।আমার প্রিয়ের একটি আঙ্গুরক্ষেত ছিল,অতি উর্বর একটি পাহাড়ের চূড়ায়।
2. তিনি তার চারদিকে খনন করলেন,তার পাথরগুলো তুলে ফেললেন,সেই স্থানে উত্তম আঙ্গুরলতা রোপণ করলেন,তার মাঝখানে উঁচু পাহারা-ঘর নির্মাণ করলেন,আর আঙ্গুর মাড়াবার একটি কুণ্ডও খনন করলেন;আর অপেক্ষা করলেন যে, আঙ্গুর ফল ধরবে,কিন্তু ধরলো বন্য আঙ্গুর।
3. এখন হে জেরুশালেম-নিবাসীরা ও এহুদার সমস্ত লোক, আরজ করি, তোমরা আমার ও আমার আঙ্গুর-ক্ষেতের মধ্যে বিচার কর;
4. আমার আঙ্গুর-ক্ষেতে এমন আর কি করা যেত, যা আমি করি নি? আমি যখন অপেক্ষা করলাম যে, আঙ্গুর ফল ধরবে, তখন কেন তাতে বন্য আঙ্গুর ধরলো?
5. এখন শোন, আমি আমার আঙ্গুর-ক্ষেতের প্রতি যা করবো তা তোমাদেরকে জানাই; আমি তার বেড়া দূর করবো, তা ধ্বংস হবে, আমি তার প্রাচীর ভেঙ্গে ফেলবো, তা দলিত হবে।
6. আমি তা উৎসন্ন-স্থান করবো, তার লতা পরিষ্কার বা ভূমি খনন করা যাবে না, আর তা কাঁটাঝোপ ও কাঁটাগাছের জঙ্গল হবে এবং আমি মেঘমালাকে হুকুম দেব, যেন তাদের উপরে পানি বর্ষণ না করে।
7. ফলত ইসরাইল-কুল বাহিনীগণের মাবুদের আঙ্গুর-ক্ষেত এবং এহুদার লোকেরা তাঁর রমণীয় চারা; তিনি ন্যায়বিচারের অপেক্ষা করছিলেন, কিন্তু দেখ, রক্তপাত; তিনি ধার্মিকতার অপেক্ষা করছিলেন, কিন্তু দেখ, দুঃখের কান্না।
8. ধিক্ তাদেরকে, যারা বাড়ির সঙ্গে বাড়ি যোগ করে,ক্ষেতের সঙ্গে ক্ষেত সংযোগ করে,অবশেষে আর স্থান থাকে না,তোমাদেরকে দেশমধ্যে একাকী বাস করান হয়!