1. আমি আমার প্রিয়ের উদ্দেশে তাঁর আঙ্গুরক্ষেতের বিষয়ে আমার প্রিয়ের একটি গজল-গান করি।আমার প্রিয়ের একটি আঙ্গুরক্ষেত ছিল,অতি উর্বর একটি পাহাড়ের চূড়ায়।
2. তিনি তার চারদিকে খনন করলেন,তার পাথরগুলো তুলে ফেললেন,সেই স্থানে উত্তম আঙ্গুরলতা রোপণ করলেন,তার মাঝখানে উঁচু পাহারা-ঘর নির্মাণ করলেন,আর আঙ্গুর মাড়াবার একটি কুণ্ডও খনন করলেন;আর অপেক্ষা করলেন যে, আঙ্গুর ফল ধরবে,কিন্তু ধরলো বন্য আঙ্গুর।
3. এখন হে জেরুশালেম-নিবাসীরা ও এহুদার সমস্ত লোক, আরজ করি, তোমরা আমার ও আমার আঙ্গুর-ক্ষেতের মধ্যে বিচার কর;