মাবুদ এই কথা বলেন,আমি প্রসন্নতার সময়ে তোমার মুনাজাতের উত্তর দিয়েছি,উদ্ধারের দিনে তোমার সাহায্য করেছি;আর আমি তোমাকে রক্ষা করবো,তোমাকে লোকবৃন্দের সন্ধিরূপে দিয়েছি;তাতে তুমি দেশের উন্নতি সাধন করবে,ধ্বংস হয়ে যাওয়া অধিকারগুলো আবার অধিকারে আনবে;