ইশাইয়া 49:24-26 কিতাবুল মোকাদ্দস (BACIB)

24. বীর থেকে কি যুদ্ধে ধৃত প্রাণী হরণ করা যায়?কিংবা ন্যায়বানের বন্দীদেরকে কি মুক্ত করা যায়?

25. মাবুদ এই কথা বলেন,অবশ্য বীরের বন্দীদেরকে হরণ করা যাবে,ও ভয়ংকর লোকের ধৃত প্রাণীকে মুক্ত করা যাবে;কারণ তোমার প্রতিবাদীর সঙ্গে আমিই ঝগড়া করবো,আর তোমার সন্তানদেরকে আমিই উদ্ধার করবো।

26. আর আমি তোমার জুলুমবাজদেরকে তাদেরই গোশ্‌ত ভোজন করাব;তারা নতুন আঙ্গুর-রসের মত নিজ নিজ রক্ত খেয়ে মাতাল হবে;আর মানুষ মাত্র জানতে পারবে যে, আমিই মাবুদ তোমার উদ্ধারকর্তা,তোমার মুক্তিদাতা, ইয়াকুবের এক বীর।

ইশাইয়া 49