আর বাদশাহ্রা তোমার রক্ষণাবেক্ষণকারী পালকও তাদের রাণীরা তোমার ধাত্রী হবে;তারা ভূমিতে মুখ রেখে তোমার কাছে সেজ্দা করবে,ও তোমার পায়ের ধূলি চাটবে;আর তুমি জানতে পারবে, আমিই মাবুদ;যারা আমার অপেক্ষা করে, তারা লজ্জিত হবে না।