12. দেখ, এরা দূর থেকে আসবে;আর দেখ, ওরা উত্তর ও পশ্চিম দিক থেকে আসবে;আর এই লোকেরা সীনীম দেশ থেকে আসবে।
13. আসমান, আনন্দ-রব কর, দুনিয়া, উল্লসিত হও;পর্বতমালা, উচ্চৈঃস্বরে আনন্দগান কর;কেননা মাবুদ তাঁর লোকদেরকে সান্ত্বনা দিয়েছেন,আর তাঁর দুঃখীদের প্রতি করুণা করবেন।
14. কিন্তু সিয়োন বললো, মাবুদ আমাকে ত্যাগ করেছেন,প্রভু আমাকে ভুলে গেছেন।
15. স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলে যেতে পারে?আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করবে না?বরং তারা ভুলে যেতে পারে,তবুও আমি তোমাকে ভুলে যাব না।
16. দেখ, আমি আমার হাতের তালুতে তোমার আকৃতি এঁকেছি,তোমার প্রাচীর সর্বদা আমার সম্মুখে আছে।
17. তোমার পুত্রেরা ত্বরা করছে,তোমার উৎপাটনকারী ও উৎসন্নকারীরা তোমার মধ্য থেকে বের হবে।