16. তোমরা আমার কাছে এসো,এই কথা শোন, আমি আদি থেকে গোপনে বলি নি;যে সময় থেকে সেই ঘটনা হচ্ছে,সেই সময় থেকে আমি সেই স্থানে বর্তমান।আর এখন সার্বভৌম মাবুদ আমাকে ও তাঁর রূহ্কে প্রেরণ করেছেন।
17. মাবুদ, তোমার মুক্তিদাতা, ইসরাইলের পবিত্রতম, এই কথা বলেন,আমি মাবুদ তোমার আল্লাহ্,আমি তোমার উপকারজনক শিক্ষা দান করি,তোমার গন্তব্য পথে তোমাকে গমন করাই।
18. আহা! তুমি কেন আমার হুকুমে মনযোগ দাও নি?করলে তোমার শান্তি নদীর মত,তোমার ধার্মিকতা সমুদ্র-তরঙ্গের মত হত;
19. আর তোমার বংশ বালুকণার মত হত,তোমার সন্তান তার কণাগুলোর মত হত,তার নাম উচ্ছিন্ন হত না ও আমার সম্মুখ থেকে মুছে যেত না।
20. তোমরা ব্যাবিলন থেকে বের হও;কল্দীয়দের মধ্য থেকে পালিয়ে যাও,আনন্দগানের রবসহকারে এই প্রচার কর,এই সংবাদ দাও, দুনিয়ার সীমা পর্যন্ত এই বিষয় উল্লেখ কর;তোমরা বল, মাবুদ তাঁর গোলাম ইয়াকুবকে মুক্ত করেছেন।
21. তিনি যখন শুকনো স্থান দিয়ে তাদেরকে নিয়ে গেলেন,তারা তৃষ্ণার্ত হল না,তিনি তাদের জন্য শৈল থেকে স্রোত বহালেন;তিনি শৈল ভেদ করলেন, পানি প্রবাহিত হল।