এজন্য দুর্দশা তোমার উপরে আসবে,তুমি তা মন্ত্রবলে দূর করতে পারবে না;তোমার উপরে বিপদ এসে পড়বে,তুমি তার প্রতিবিধান করতে পারবে না;তোমার উপরে হঠাৎ বিনাশ উপস্থিত হবে,অথচ তুমি তার কিছু জান না।