4. আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকব,তোমাদের চুল পাকবার বয়স পর্যন্ত আমিই তুলে বহন করবো;আমিই নির্মাণ করেছি, আমিই বহন করবো;হ্যাঁ, আমিই তুলে বহন করবো, রক্ষা করবো।
5. তোমরা আমাকে কার সদৃশ ও কার সমান বলবে,কিংবা কার সঙ্গে আমার উপমা দিলে আমরা পরস্পর সমান হব?
6. তারা থলি থেকে সোনা ঢালে,নিক্তিতে রূপা ওজন করে,স্বর্ণকারকে বানি দেয়,আর সে তা দ্বারা একটি দেবতা নির্মাণ করে,পরে তারা ভূমিতে উবুড় হয়ে সেজ্দা করে।
7. তারা তাকে কাঁধে তুলে বহন করে,স্বস্থানে বসিয়ে দেয়, তাতে সে দাঁড়িয়ে থাকে,তার স্থান থেকে সরে না;আবার এক জন তার কাছে কান্নাকাটি করে,কিন্তু সে উত্তর দিতে পারে না,কাউকেও সঙ্কট থেকে নিস্তার করতে পারে না।
8. তোমরা এই স্মরণ কর ও পুরুষত্ব দেখাও;হে অধর্মাচারীরা, মনোযোগ দাও।
9. সেকালের পুরানো সমস্ত কাজ স্মরণ কর;কারণ আমিই আল্লাহ্, আর কেউ নয়;আমি আল্লাহ্, আমার মত কেউ নেই।
10. আমি শেষ কালের বিষয় আদি কাল থেকে জানাই,যে কাজ এখনও করা হয় নি, তা আগে জানাই,আর বলি, আমার মন্ত্রণা স্থির থাকবে,আমি নিজের সমস্ত মনোরথ সিদ্ধ করবো।
11. আমি পূর্ব দিক থেকে হিংস্র পাখিকে,দূরদেশ থেকে আমার মন্ত্রণার মানুষকে, আহ্বান করি;আমি বলেছি, আর আমি সফল করবো;আমি কল্পনা করেছি, আর আমি সিদ্ধ করবো।
12. হে কঠিন-চিত্তেরা,তোমরা যারা ধার্মিকতা থেকে দূরবর্তী,আমার কথা শোন;
13. আমি নিজের ধর্মশীলতা কাছে নিয়ে আসলাম;তা দূরে থাকবে না, আর আমার উদ্ধারের বিলম্ব হবে না;আমার শোভাস্বরূপ ইসরাইলের জন্য আমি সিয়োনে উদ্ধার স্থাপন করবো।