ইশাইয়া 46:1-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. বেল নত হল, নবো উবুড় হয়ে পড়লো;তাদের মূর্তিগুলো জন্তুদের উপরে ও পশুদের উপরে;তোমরা যাদেরকে তুলে নিয়ে বেড়াতে,তারা বোঝা হল, ক্লান্ত পশুর ভার হল।

2. তারা একসঙ্গে উবুড় হল, নত হয়ে পড়লো,বোঝা রক্ষা করতে পারল না,বরং নিজেরা বন্দী হয়ে চলে গেল।

3. হে ইয়াকুবের কুল, হে ইসরাইলকুলের সমস্ত অবশিষ্টাংশ,আমার কথা শোন;গর্ভ থেকে আমি তোমাদেরকে বহন করে আসছি,মায়ের গর্ভ থেকে তোমাদেরকে বহন করে আসছি।

4. আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকব,তোমাদের চুল পাকবার বয়স পর্যন্ত আমিই তুলে বহন করবো;আমিই নির্মাণ করেছি, আমিই বহন করবো;হ্যাঁ, আমিই তুলে বহন করবো, রক্ষা করবো।

5. তোমরা আমাকে কার সদৃশ ও কার সমান বলবে,কিংবা কার সঙ্গে আমার উপমা দিলে আমরা পরস্পর সমান হব?

6. তারা থলি থেকে সোনা ঢালে,নিক্তিতে রূপা ওজন করে,স্বর্ণকারকে বানি দেয়,আর সে তা দ্বারা একটি দেবতা নির্মাণ করে,পরে তারা ভূমিতে উবুড় হয়ে সেজ্‌দা করে।

7. তারা তাকে কাঁধে তুলে বহন করে,স্বস্থানে বসিয়ে দেয়, তাতে সে দাঁড়িয়ে থাকে,তার স্থান থেকে সরে না;আবার এক জন তার কাছে কান্নাকাটি করে,কিন্তু সে উত্তর দিতে পারে না,কাউকেও সঙ্কট থেকে নিস্তার করতে পারে না।

ইশাইয়া 46