8. হে আসমান, উপর থেকে শিশির বর্ষণ কর,মেঘমালা ধার্মিকতা বর্ষণ করুক;ভূমি বিদীর্ণ হোক যেন উদ্ধার-ফল উৎপন্ন হতে পারে,দুনিয়া সঙ্গে সঙ্গে ধার্মিকতা অঙ্কুরিত করুকআমি মাবুদ এর সৃষ্টিকর্তা।
9. ধিক্ তাকে, যে তাঁর নির্মাতার সঙ্গে ঝগড়া করে; সে তো মাটির খোলার মধ্যবর্তী খোলা মাত্র। মাটি কি কুমারকে বলবে, ‘তুমি কি নির্মাণ করছো?’ তোমার সৃষ্ট বস্তু কি বলবে, ‘ওর হাত নেই’?
10. ধিক্ তাকে, যে পিতাকে বলে, ‘তুমি কি জন্মাছ?’ কিংবা স্ত্রীলোককে বলে,’ তুমি কি প্রসব করছো?’
11. মাবুদ, ইসরাইলের পবিত্রতম ও তার নির্মাতা এই কথা বলেন, তোমরা আগামী ঘটনাগুলোর বিষয়ে আমাকে জিজ্ঞাসা কর; আমার সন্তানদের ও আমার হাতের কাজের বিষয়ে আমাকে হুকুম দাও।