ইশাইয়া 44:23-25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

23. হে বেহেশতগুলো, তোমরা আনন্দ-রব কর,কেননা মাবুদ এই কাজ করেছেন;হে দুনিয়ার অধঃস্থানগুলো জয়-জয়ধ্বনি কর;হে পর্বতমালা, উচ্চৈঃস্বরে আনন্দগান কর,হে বন ও তার মধ্যেকার সকল গাছপালা,তোমরাও আনন্দ-গান কর কেননা মাবুদ ইয়াকুবকে মুক্ত করেছেন,এবং ইসরাইলের মধ্যে নিজেকে মহিমান্বিত করবেন।

24. তোমার মুক্তিদাতা এবং গর্ভ হতেই তোমার গঠনকারী মাবুদ এই কথা বলেন, আমি মাবুদ সর্ববস্তুর নির্মাতা, আমি একাকী আসমান বিস্তার করেছি, আমি ভূতল বিছিয়েছি; আমার সঙ্গী কে?

25. মাবুদ বাচালদের চিহ্নগুলো ব্যর্থ করেন ও গণকদেরকে পাগল করে তোলেন, তিনি জ্ঞানবানদেরকে হটিয়ে দেন ও তাদের জ্ঞান মূর্খতাস্বরূপ করেন।

ইশাইয়া 44