সে তার একটি অংশ আগুনে পোড়ায়, অন্য অংশ দ্বারা গোশ্ত রান্না করে ভোজন করে, শূল্যমাংস প্রস্তুত করে তৃপ্ত হয়, আবার আগুন পোহায়ে বলে, আহা, আমি আগুন পোহালাম, আগুনের তাপ নিলাম!