6. আর আমি তোমার হাত ধরবো, তোমাকে রক্ষা করবো; এবং তোমাকে লোকদের নিয়মস্বরূপ ও জাতিদের দীপ্তিস্বরূপ করে নিযুক্ত করবো;
7. তুমি অন্ধদের চোখ খুলে দেবে, তুমি কারাগার থেকে বন্দীদের ও কারাকূপ থেকে অন্ধকারবাসীদেরকে বের করে আনবে।
8. আমি মাবুদ, এ-ই আমার নাম; আমি আমার গৌরব অন্যকে, কিংবা আমার প্রশংসা খোদাই-করা মূর্তিগুলোকে দেব না।
9. দেখ, আগের বিষয়গুলো সিদ্ধ হল; আর আমি নতুন নতুন ঘটনা জানাই, ঘটবার আগে তোমাদের তা জানাই।
10. হে সমুদ্রগামীরা ও সাগরস্থ সকলে,হে উপকূলগুলো ও সেখানকার অধিবাসীরা,তোমরা মাবুদের উদ্দেশে নতুন গজল গাও,দুনিয়ার প্রান্ত থেকে তাঁর প্রশংসা গান কর।
11. মরুভূমি ও সেখানকার সমস্ত নগর উচ্চৈঃস্বর করুক,কায়দারের বসতি গ্রামগুলো তা করুক,শেলা-নিবাসীরা আনন্দ-রব করুক,পর্বতমালার চূড়া থেকে আনন্দ চিৎকার করুক;
12. তারা মাবুদের গৌরব স্বীকার করুক,উপকূলগুলোর মধ্যে তাঁর প্রশংসা প্রচার করুক।
13. মাবুদ বীরের মত যাত্রা করবেন,যোদ্ধার মত তাঁর উদ্যোগকে উত্তেজিত করবেন;তিনি জয়ধ্বনি করবেন, হ্যাঁ, মহানাদ করবেন;তিনি দুশমনদের বিরুদ্ধে পরাক্রম দেখাবেন;
14. আমি অনেক দিন চুপ করে আছি, নীরব আছি, ক্ষান্ত রয়েছি; এখন প্রসবকারিণী স্ত্রীর মত চিৎকার করে উঠবো; আমি এককালে নিঃশ্বাস টেনে ফুৎকার করবো।