11. মরুভূমি ও সেখানকার সমস্ত নগর উচ্চৈঃস্বর করুক,কায়দারের বসতি গ্রামগুলো তা করুক,শেলা-নিবাসীরা আনন্দ-রব করুক,পর্বতমালার চূড়া থেকে আনন্দ চিৎকার করুক;
12. তারা মাবুদের গৌরব স্বীকার করুক,উপকূলগুলোর মধ্যে তাঁর প্রশংসা প্রচার করুক।
13. মাবুদ বীরের মত যাত্রা করবেন,যোদ্ধার মত তাঁর উদ্যোগকে উত্তেজিত করবেন;তিনি জয়ধ্বনি করবেন, হ্যাঁ, মহানাদ করবেন;তিনি দুশমনদের বিরুদ্ধে পরাক্রম দেখাবেন;