ইশাইয়া 42:1-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. ঐ দেখ, আমার গোলাম, আমি তাঁকে ধারণ করি; তিনি আমার মনোনীত, আমার প্রাণ তাঁতে প্রীত; আমি তাঁর উপরে নিজের রূহ্‌ স্থাপন করলাম; তিনি জাতিদের কাছে ন্যায়বিচার উপস্থিত করবেন।

2. তিনি চিৎকার করবেন না, উচ্চশব্দ করবেন না, পথে তাঁর স্বর শোনাবেন না।

3. তিনি থেৎলা নল ভাঙ্গবেন না; ধোঁয়াযুক্ত সল্‌তে নিভিয়ে ফেলবেন না; সত্যে তিনি ন্যায়বিচার প্রচলিত করবেন।

4. তিনি নিস্তেজ হবেন না, নিরুৎসাহ হবেন না, যে পর্যন্ত না দুনিয়াতে ন্যায়বিচার স্থাপন করেন; আর উপকূলগুলো তাঁর ব্যবস্থার অপেক্ষায় থাকবে।

5. মাবুদ আল্লাহ্‌, যিনি আসমান সৃষ্টি করেছেন ও তা বিছিয়ে দিয়েছেন, যিনি ভূতল ও সেখানে উৎপন্ন সমস্তই বিছিয়েছেন, যিনি এই দুনিয়ার নিবাসী সকলকে নিশ্বাস দেন ও সেখানে যে সমস্ত প্রাণী চলাচল করে তাদের রূহ্‌ দেন, তিনি এই কথা বলেন, আমি মাবুদ ধর্মশীলতায় তোমাকে আহ্বান করেছি,

6. আর আমি তোমার হাত ধরবো, তোমাকে রক্ষা করবো; এবং তোমাকে লোকদের নিয়মস্বরূপ ও জাতিদের দীপ্তিস্বরূপ করে নিযুক্ত করবো;

7. তুমি অন্ধদের চোখ খুলে দেবে, তুমি কারাগার থেকে বন্দীদের ও কারাকূপ থেকে অন্ধকারবাসীদেরকে বের করে আনবে।

8. আমি মাবুদ, এ-ই আমার নাম; আমি আমার গৌরব অন্যকে, কিংবা আমার প্রশংসা খোদাই-করা মূর্তিগুলোকে দেব না।

9. দেখ, আগের বিষয়গুলো সিদ্ধ হল; আর আমি নতুন নতুন ঘটনা জানাই, ঘটবার আগে তোমাদের তা জানাই।

10. হে সমুদ্রগামীরা ও সাগরস্থ সকলে,হে উপকূলগুলো ও সেখানকার অধিবাসীরা,তোমরা মাবুদের উদ্দেশে নতুন গজল গাও,দুনিয়ার প্রান্ত থেকে তাঁর প্রশংসা গান কর।

11. মরুভূমি ও সেখানকার সমস্ত নগর উচ্চৈঃস্বর করুক,কায়দারের বসতি গ্রামগুলো তা করুক,শেলা-নিবাসীরা আনন্দ-রব করুক,পর্বতমালার চূড়া থেকে আনন্দ চিৎকার করুক;

12. তারা মাবুদের গৌরব স্বীকার করুক,উপকূলগুলোর মধ্যে তাঁর প্রশংসা প্রচার করুক।

ইশাইয়া 42