1. তোমরা সান্ত্বনা দাও, আমার লোকদেরকে সান্ত্বনা দাও, তোমাদের আল্লাহ্ এই কথা বলেন।
2. জেরুশালেমকে উৎসাহজনক কথা বল; আর তার কাছে এই কথা তবলিগ কর যে, তার সৈন্যবৃত্তি সমাপ্ত হয়েছে, তার অপরাধের মাফ হয়েছে; তার যত গুনাহ্, তার দ্বিগুণ ফল সে মাবুদের হাত থেকে পেয়েছে।
3. একজনের কণ্ঠস্বর, সে ঘোষণা করছে,‘তোমরা মরুভূমিতে মাবুদের পথ প্রস্তুত কর,মরুভূমিতে আমাদের আল্লাহ্র জন্য রাজপথ সরল কর।
4. প্রত্যেক উপত্যকা উঁচু করা হবে,প্রত্যেক পর্বত ও উপপর্বত নিচু করা যাবে;অসমান স্থান সোজা হবে, উঁচু ও নিচু ভূমি সমতল হবে;
5. আর মাবুদের মহিমা প্রকাশ পাবে,আর সমস্ত মানুষ একসঙ্গে তা দেখবে,কারণ মাবুদ এই কথা বলেছেন।’
6. এক জনের কণ্ঠস্বর শোনা গেল,সে বলছে, ‘ঘোষণা কর,’এক জন বললো, ‘কি ঘোষণা করবো?’‘মানুষমাত্র ঘাসের মত, তার সমস্ত গৌরব ক্ষেতের ফুলের মত।
7. ঘাস শুকিয়ে যায়, ফুল ম্লান হয়ে পড়ে,কারণ তার উপরে মাবুদের নিশ্বাস বয়ে যায়;সত্যিই লোকেরা ঘাসের মত।
8. ঘাস শুকিয়ে যায়, ফুল ম্লান হয়ে পড়ে,কিন্তু আমাদের আল্লাহ্র কালাম চিরকাল থাকবে।’
9. হে সিয়োনের কাছে সুসংবাদ তবলিগকারিণী!উঁচু পর্বতে আরোহণ কর;হে জেরুশালেমের কাছে সুসংবাদ তবলিগকারিণী!সবলে উচ্চৈঃস্বর কর, উচ্চৈঃস্বর কর, ভয় করো না;এহুদার নগরগুলোকে বল, দেখ, তোমাদের আল্লাহ্!