16. তোমরা মাবুদের কিতাবে অনুসন্ধান কর, তা পাঠ কর, এর একটিরও অভাব হবে না, তারা কেউ সঙ্গীনীবিহীন থাকবে না; কেননা আমার মুখ দ্বারা তিনিই এই হুকুম করেছেন এবং তিনিই নিজের রূহ্ দ্বারা তাদেরকে সংগ্রহ করেছেন।
17. আর তিনি গুলিবাঁটপূর্বক তাদেরকে সেই অধিকার দিয়েছেন, তাঁর হাত মানদড়ি দিয়ে প্রত্যেকের অংশ নির্ধারণ করেছে; তারা চিরকাল তা অধিকার করবে, তারা পুরুষানুক্রমে সে স্থানে বাস করবে।