ইশাইয়া 31:6-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. হে বনি-ইসরাইল, তোমরা যাঁকে ছেড়ে ঘোর বিপথে চলে গিয়েছ, তাঁর কাছে ফিরে এসো।

7. কারণ সেদিন প্রত্যেকে নিজ নিজ রূপার মূর্তি ও সোনার মূর্তি, যে যে পাপবস্তু তোমরা নিজের হাতে গঠন করেছ, সেসব ফেলে দেবে।

8. আর আসেরিয়া তলোয়ারে আঘাতে মারা পড়বে, কিন্তু পুরুষের তলোয়ারে নয়; তলোয়ার তাকে গ্রাস করবে, কিন্তু মানুষের তলোয়ারে নয়; আর সে তলোয়ারের সম্মুখ থেকে পালাবে ও তার যুবকেরা কর্মাধীন গোলাম হবে।

9. আর ত্রাসের কারণে তার শৈল চলে যাবে, তার সেনাপতিরা নিশান দেখে দারুণ ভয় পাবে; সিয়োনে যাঁর আগুন ও জেরুশালেমে যাঁর তুন্দুর আছে, সেই মাবুদ এই কথা বলেন।

ইশাইয়া 31