মিসরীয়েরা তো মানুষ মাত্র, আল্লাহ্ নয়; তাদের ঘোড়াগুলো মাংসমাত্র, রূহ্ নয়; এবং মাবুদ তাঁর হাত উঠালে সাহায্যকারী হোঁচট খাবে ও সাহায্যপ্রাপ্ত ব্যক্তি পড়ে যাবে, সকলে একসঙ্গে বিনষ্ট হবে।