ইশাইয়া 3:21-26 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. আংটি ও নাকের নোলক,

22. চিত্রিত কোর্তা, ঘাগরা, শাল, টাকার থলি,

23. আয়না, মসীনার কাপড়, পাগড়ী ও ওড়না কেড়ে নেবেন।

24. আর সুগন্ধির পরিবর্তে দুর্গন্ধ, ফিতার পরিবর্তে দড়ি, সুন্দর কেশবিন্যাসের পরিবর্তে কেশহীন মাথা, চাদরের পরিবর্তে চটের কাপড় ও সৌন্দর্যের পরিবর্তে দাগ হবে।

25. তোমরা পুরুষেরা তলোয়ার দ্বারা ও তোমার শক্তিশালী লোকেরা যুদ্ধে মারা পড়বে।

26. তার তোরণদ্বারগুলো কান্নাকাটি করবে ও মাতম করবে; আর সে উৎসন্না হয়ে ভূমিতে বসবে।

ইশাইয়া 3