1. সেদিন মাবুদ তাঁর ভয়ংকর, মহান ও শক্তিশালী তলোয়ার দ্বারা পলায়মান নাগ লিবিয়াথনকে, হ্যাঁ, এঁকে-বেঁকে পালিয়ে যাওয়া সাপ লিবিয়াথনকে প্রতিফল দেবেন এবং সমুদ্রস্থ প্রকাণ্ড জলচর নষ্ট করবেন।
2. সেই দিন— একটি আঙ্গুর-ক্ষেতের বিষয়ে তোমরা গান করো।
3. আমি মাবুদ তার রক্ষক,আমি প্রতিক্ষণে তাতে পানি সেচন করবো;কিছুতে যেন তার ক্ষতি না করে,সেজন্য দিনরাত তা রক্ষা করবো।