ইশাইয়া 26:2-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. তোমরা তোরণদ্বারগুলো মুক্ত কর,বিশ্বস্ত ধার্মিক জাতি প্রবেশ করবে।

3. যার মন তোমাতে সুস্থির,তুমি তাকে শান্তিতে, শান্তিতেই রাখবে,কেননা তোমাতেই তার নির্ভরতা।

4. তোমরা চিরকাল মাবুদের উপর নির্ভরতা রাখ;কেননা মাবুদ ইয়াহ্‌ওয়েহ্‌ই তোমাদের অনন্তকালীন শৈল।

5. কারণ তিনি উঁচুতে বসবাসকারীদেরকে, উন্নত নগরকে অবনত করেছেন; তিনি তা অবনত করেন, অবনত করে ভূমিসাৎ করেন, ধূলিশায়ী পর্যন্ত করেন।

ইশাইয়া 26