ইশাইয়া 26:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. সেদিন এহুদা দেশে এই গজল গাওয়া হবে;আমাদের একটি দৃঢ় নগর আছে;তিনি উদ্ধারকে প্রাচীর ও পরিখাস্বরূপ করবেন।

2. তোমরা তোরণদ্বারগুলো মুক্ত কর,বিশ্বস্ত ধার্মিক জাতি প্রবেশ করবে।

3. যার মন তোমাতে সুস্থির,তুমি তাকে শান্তিতে, শান্তিতেই রাখবে,কেননা তোমাতেই তার নির্ভরতা।

4. তোমরা চিরকাল মাবুদের উপর নির্ভরতা রাখ;কেননা মাবুদ ইয়াহ্‌ওয়েহ্‌ই তোমাদের অনন্তকালীন শৈল।

ইশাইয়া 26