ইশাইয়া 24:8-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. তম্বুরার আমোদ নিবৃত্ত হল, উল্লাসকারীদের কোলাহল শেষ হল, বীণার আমোদ নিবৃত্ত হল।

9. লোকে আর গান সহকারে আঙ্গুর-রস পান করে না; সুরাপায়ীদের মুখে সুরা তিক্ত লাগে।

10. উৎসন্নতার নগর ভগ্ন হয়ে পড়লো, সমস্ত গৃহ বন্ধ হল, ভিতরে যাওয়া যায় না।

11. আঙ্গুর-রসের বিষয়ে রাস্তায় রাস্তায় চিৎকার হয়, সমস্ত আমোদ অন্ধকার হল, দেশের বিলাস নির্বাসিত হল।

12. নগরে ধ্বংস অবশিষ্ট রইলো, তোরণদ্বার খণ্ড খণ্ড হয়ে ভেঙ্গে পড়ছে।

13. বস্তুত দুনিয়াতে জাতিদের মধ্যে এরকম ঘটনা হবে; জলপাই গাছ ঝাড়া হলে পর, আঙ্গুর ফল সংগ্রহ করার পর যেমন অল্পই ফল গাছে থাকে, দুনিয়ার অবস্থা তেমনি হবে।

14. এরা উচ্চরব করবে, আনন্দগান করবে, মাবুদের মহিমার কারণে এরা সমুদ্র থেকে উচ্চধ্বনি শোনাবে।

15. অতএব তোমরা পূর্বদেশে মাবুদের গৌরব কর, সমুদ্রের উপকূলগুলোতে ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের নামের গৌরব কর।

16. আমরা দুনিয়ার প্রান্ত থেকে কাওয়ালী শুনেছি, ‘ধার্মিক ব্যক্তির গৌরব হোক’। কিন্তু আমি বললাম, আমি ক্ষীণ হচ্ছি, আমি ক্ষীণ হচ্ছি, আমাকে ধিক্‌। বেঈমানরা বেঈমানী করেছে, হ্যাঁ, বেঈমানরা অতিশয় বেঈমানী করেছে।

ইশাইয়া 24