ইশাইয়া 23:13-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. ঐ দেখ, কলদ্‌ীয়দের দেশ; সেই জাতি আর নেই; আসেরিয়া বন্যজন্তুদের জন্য তা নির্ধারণ করেছে; তারা উচ্চগৃহ করে তার সমস্ত অট্টালিকা ভূমিসাৎ করেছে, নগর ধ্বংস স্থান করেছে।

14. হে তর্শীশের সমস্ত জাহাজ, হাহাকার কর, কেননা তোমাদের দৃঢ় দুর্গের সর্বনাশ হল।

15. সেই দিনে এরকম ঘটবে, এক বাদশাহ্‌র জীবনকাল অনুসারে টায়ারকে সত্তর বছর পর্যন্ত ভুলে থাকা হবে; সত্তর বছর শেষে টায়ারের দশা পতিতা বিষয়ক এই গানের মত হবে;

ইশাইয়া 23