13. কিন্তু দেখ, আমোদ প্রমোদ, বলদ জবেহ্ ও ভেড়া জবেহ্, গোশ্ত ভোজন ও আঙ্গুর-রস পান। ‘এসো, আমরা ভোজন-পান করি, কেননা আগামীকাল মরে যাব।’
14. আর আমার কর্ণগোচরে বাহিনীগণের মাবুদ নিজেকে প্রকাশ করলেন, সত্যিই, মরণকাল পর্যন্ত তোমাদের এই অপরাধের কাফ্ফারা করা যাবে না, এই কথা প্রভু, বাহিনীগণের মাবুদ বলেন।
15. প্রভু, বাহিনীগণের মাবুদ, এই কথা বলেন, তুমি ঐ কোষাধ্যক্ষের কাছে, অর্থাৎ বাড়ির নেতা শিব্নের কাছে গিয়ে তাকে বল, এখানে তুমি কি করছো?
16. এখানে তোমার কেই বা আছে যে, তুমি নিজের জন্য এখানে কবর খনন করেছ? এত উঁচু স্থানে নিজের কবর খনন করেছে, নিজের বসবাসের জন্য শৈল খনন করেছে।