ইশাইয়া 21:11-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. দূমা বিষয়ক দৈববাণী।কেউ সেয়ীর থেকে আমাকে ডেকে বলছে, প্রহরি, রাত কত?

12. প্রহরী, রাত কত? প্রহরী বললো, সকাল আসছে এবং রাত আসছে, যদি আবার জিজ্ঞাসা করতে চাও, তবে জিজ্ঞাসা করো; ফিরে এসো।

13. আরব বিষয়ক দৈববাণী।হে দদানীয় পথিকদলগুলো, তোমরা আরবে বনের মধ্যে রাত যাপন করবে।

14. তোমরা পিপাসিত লোকদের কাছে পানি আন; হে টেমা-দেশবাসীরা, তোমরা খাদ্য নিয়ে পলাতকদের সঙ্গে সাক্ষাৎ কর।

ইশাইয়া 21