14. সমস্ত উঁচু পর্বতের বিরুদ্ধে, সমস্ত উন্নত পাহাড়ের বিরুদ্ধে,
15. সমস্ত উঁচু উচ্চগৃহের বিরুদ্ধে,
16. সমস্ত দৃঢ় প্রাচীরের বিরুদ্ধে, তর্শীশের সমস্ত জাহাজের বিরুদ্ধে এবং সমস্ত মনোহর শিল্পকর্মের বিরুদ্ধে যাবে।
17. আর মানুষের অহংকার অধোমুখ হবে,মান্য লোকদের গর্ব খর্ব হবে;
18. আর সেদিন কেবল মাবুদই উন্নত হবেন।
19. আর সকল মূর্তি নিঃশেষে বিলুপ্ত হবে।আর লোকেরা শৈলের গুহা ও ধূলির গর্তে প্রবেশ করবে,মাবুদের ভয়ংকরতার দরুন ও তাঁর মহিমার উজ্জ্বলতার দরুন,যখন তিনি দুনিয়াকে কাঁপাতে উঠবেন।
20. সেদিন মানুষ এবাদতের জন্য তৈরি নিজের রূপার ও সোনার সকল মূর্তি ইঁদুর ও চামচিকার কাছে নিক্ষেপ করবে;
21. আর পাহাড়ের গহ্বরে ও শৈলগুলোর ফাটলে প্রবেশ করবে,মাবুদের ভয়ানকতার দরুন,ও তাঁর মহিমার উজ্জ্বলতার দরুন,যখন তিনি দুনিয়াকে কাঁপাতে উঠবেন।
22. তোমরা মানুষের আশ্রয় ছেড়ে যাও, যার নাকের আগায় তার প্রাণবায়ু থাকে; ফলে সে কিসের মধ্যে গণ্য?