ইশাইয়া 19:14-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. মাবুদ মিসরের অন্তরে কুটিলতার রূহ্‌ মিশিয়েছেন; মাতাল ব্যক্তি যেমন নিজের বমির উপরে টলতে থাকে, তেমনি ওরা মিসরকে তার সমস্ত কাজে দ্বিধাগ্রস্ত করেছে।

15. মিসরের জন্য মাথার বা লেজের, খেজুরের ডাল বা নল-খাগ্‌ড়ার করণীয় কোন কাজ হবে না।

16. সেদিন মিসর স্ত্রীলোকের মত হবে; বাহিনীগণের মাবুদ তার উপরে হাত দোলাবেন, সেই দোলনে সে ভীষণ ভয়ে কাঁপবে।

ইশাইয়া 19