8. দেবদারু ও লেবাননের এরস গাছগুলোওতোমার বিষয়ে আনন্দ করে,বলে, যেদিন থেকে তুমি ভূমিসাৎ হয়েছ,আমাদের কাছে কোন কাঠুরে আসে না।
9. অধঃস্থ পাতাল তোমার জন্য বিচলিত হয়,তোমার আগমনে তোমার সম্মুখে উপস্থিত হয়;তোমার জন্য মৃতদেরকে,দুনিয়ার প্রধান সকলকে সচেতন করে,জাতিদের বাদশাহ্ সকলকেনিজ নিজ সিংহাসন থেকে উঠিয়েছে।
10. তারা সকলে জবাবে তোমাকে বলে,তুমিও কি আমাদের মত দুর্বল হয়ে পড়েছ?তুমিও কি আমাদের সমান হলে?
11. পাতালে নামান হল তোমার জাঁক্জমক,ও তোমার নেবল যন্ত্রের মধুর বাদ্য;কীট তোমার নিচে পাতা রয়েছে,কৃমি তোমাকে ঢেকে ফেলেছে।
12. হে শুকতারা! ঊষা-নন্দন!তুমি তো বেহেশত থেকে পড়ে গেছ!হে জাতিদের নিপাতনকারী,তুমি ছিন্ন ও ভূপাতিত হয়েছ!
13. তুমি মনে মনে বলেছিলে,‘আমি বেহেশত আরোহণ করবো,আল্লাহ্র নক্ষত্রগুলোর উপরে আমার সিংহাসন উন্নত করবো;জমায়েত-পর্বতে, উত্তর দিকের প্রান্তে, উপবিষ্ট হব;
14. আমি মেঘরূপ উচ্চস্থলীর উপরে উঠবো,আমি সর্বশক্তিমানের মত হব।’
15. তোমাকে তো নামান হল পাতালে,গর্তের গভীরতম তলে।
16. তোমাকে দেখলে লোকে একদৃষ্টিতে তোমার প্রতি নিরীক্ষণ করবে,তোমার বিষয়ে বিবেচনা করবে,‘এ কি সেই পুরুষ, যে দুনিয়াকে কম্পান্বিত করতো,সমস্ত রাজ্য বিচলিত করতো,
17. জগৎকে নির্জন স্থানের মত করতো,দুনিয়ার সমস্ত নগর উৎপাটন করতো,বন্দীদেরকে বাড়ি যেতে দিত না?’
18. জাতিদের সমস্ত বাদশাহ্, সকলেই সসম্মানে,প্রত্যেকে স্ব স্ব কবরে শয়ন করছেন;