ইশাইয়া 14:4-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. সেদিন তুমি ব্যাবিলনের বাদশাহ্‌র বিরুদ্ধে এই প্রবাদ বলবে,আহা, জুলুমবাজ কেমন শেষ হয়েছে!অপহারিণী কেমন শেষ হয়েছে!

5. মাবুদ দুষ্টদের দণ্ড ভেঙ্গে দিয়েছেন,শাসনকর্তাদের রাজদণ্ড ভেঙ্গে ফেলেছেন।

6. সে ক্রোধে লোকদেরকে আঘাত করতো,আঘাত করতে ক্ষান্ত হত না,সে কোপে জাতিদেরকে শাসন করতো,অবিরাম তাড়না করতো।

7. সমস্ত দুনিয়া শান্ত ও সুস্থির হয়েছে,সকলে উচ্চৈঃস্বরে আনন্দগান করছে।

8. দেবদারু ও লেবাননের এরস গাছগুলোওতোমার বিষয়ে আনন্দ করে,বলে, যেদিন থেকে তুমি ভূমিসাৎ হয়েছ,আমাদের কাছে কোন কাঠুরে আসে না।

ইশাইয়া 14