2. আর জাতিরা তাদেরকে নিয়ে তাদের স্থানে পৌঁছে দেবে এবং ইসরাইল-কুল মাবুদের দেশে তাদেরকে গোলাম-বাঁদীর মত অধিকার করবে; নিজেরা যাদের কাছে বন্দী ছিল তাদের বন্দী করবে, আর নিজেদের জুলুমবাজদের উপরে কর্তৃত্ব করবে।
3. যেদিন মাবুদ তোমাকে দুঃখ ও উদ্বেগ থেকে এবং যে কঠোর গোলামীতে তুমি আবদ্ধ ছিলে তা থেকে বিশ্রাম দেবেন,
4. সেদিন তুমি ব্যাবিলনের বাদশাহ্র বিরুদ্ধে এই প্রবাদ বলবে,আহা, জুলুমবাজ কেমন শেষ হয়েছে!অপহারিণী কেমন শেষ হয়েছে!
5. মাবুদ দুষ্টদের দণ্ড ভেঙ্গে দিয়েছেন,শাসনকর্তাদের রাজদণ্ড ভেঙ্গে ফেলেছেন।