ইশাইয়া 14:19-21 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. কিন্তু তুমি নিজের কবর-স্থান থেকে দূরে নিক্ষিপ্ত,কুৎসিত তরুশাখার মত, তুমি সেই নিহতদের দ্বারা আচ্ছাদিত,যারা তলোয়ারে বিদ্ধ, যারা গর্তের প্রস্তর রাশিতে নেমে যায়;তুমি পদদলিত লাশের মত হয়েছ।

20. তুমি ওঁদের সঙ্গে কবরস্থ হবে না;কারণ তুমি নিজের দেশ ধ্বংস করেছ,নিজের লোকদের হত্যা করেছ;দুর্বৃত্তদের বংশের নাম কোন কালে নেওয়া হবে না।

21. তোমরা ওর সন্তানদের জন্য বধ্যস্থান প্রস্তুত কর,ওদের পূর্বপুরুষদের অপরাধের জন্য;তারা উঠে দুনিয়া অধিকার না করুক,দুনিয়াকে নগরে পরিপূর্ণ না করুক।

ইশাইয়া 14