ইশাইয়া 13:1-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. ব্যাবিলন বিষয়ক দৈববাণী; আমোজের পুত্র ইশাইয়া এই দর্শন পান।

2. তোমরা গাছপালাহীন পর্বতের উপরে নিশান তোল, লোকদের জন্য উচ্চধ্বনি কর, হাত দোলাও; তারা প্রধানবর্গের তোরণদ্বারে প্রবেশ করুক।

3. আমি নিজের পবিত্র লোকদের হুকুম করেছি, আমি আমার গজব কার্যকর করার জন্য আমার বীরদেরকে আহ্বান করেছি— যারা আমার বিজয়ে উল্লাস করে।

4. পর্বতমালায় লোক-সমারোহের শব্দ,যেন মহাজনতার আওয়াজ!একত্রীকৃত জাতিদের রাজ্যগুলোর কোলাহলের আওয়াজ!বাহিনীগণের মাবুদ যুদ্ধের জন্য বাহিনী রচনা করছেন।

5. তারা আসছে দূরদেশ থেকে,আসমানের প্রান্ত থেকে;মাবুদ ও তাঁর ক্রোধের সমস্ত অস্ত্রসমস্ত দেশ উচ্ছিন্ন করতে আসছেন।

6. হাহাকার কর, কেননা মাবুদের দিন নিকটবর্তী;সর্বশক্তিমানের কাছ থেকে বিনাশের মত তা আসছে।

7. এই কারণে সকলের হাত দুর্বল হবে,

ইশাইয়া 13