ইশাইয়া 1:28-31 কিতাবুল মোকাদ্দস (BACIB)

28. কিন্তু অধর্মাচারী ও গুনাহ্‌গার সকলের বিনাশ একসঙ্গে ঘটবে ও যারা মাবুদকে ত্যাগ করে, তারা বিনষ্ট হবে।

29. বস্তুত লোকে তোমাদের আনন্দদানকারী এলা গাছগুলোর বিষয়ে লজ্জা পাবে এবং তোমরা নিজেদের মনোনীত বাগানগুলোর বিষয়ে হতাশ হবে।

30. কেননা তোমরা এলা গাছের শুকনো পাতা ও পানিহীন বাগানের মত হবে।

31. আর শক্তিশালী ব্যক্তি শুকনো খড়ের মত ও তার কাজ আগুনের ফুলকির মত হবে; উভয়ই একসঙ্গে জ্বলতে থাকবে, কেউ নিভাতে পারবে না।

ইশাইয়া 1