ইবরানী 2:8-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. আর সকলই তার পদতলে তার অধীনকরেছ।”বস্তুত সকলই তিনি তার অধীন করেছেন এবং অবশিষ্ট এমন কিছুই রাখেন নি যা তার অধীন করেন নি; কিন্তু এখনও পর্যন্ত আমরা সমস্ত কিছুই মানুষের অধীন দেখতে পাচ্ছি না।

9. কিন্তু ঈসাকে দেখতে পাচ্ছি, যাঁকে অল্পক্ষণের জন্য ফেরেশতাদের চেয়ে সামান্য নিচু করা হয়েছে, তাঁর মৃত্যুভোগ হেতু এখন তিনি মহিমা ও সমাদর-মুকুটে বিভূষিত হয়েছেন, যেন তিনি আল্লাহ্‌র রহমতে সকলের পক্ষে মৃত্যুর আস্বাদ গ্রহণ করেন।

10. কেননা এটাই উপযুক্ত ছিল যে, আল্লাহ্‌, যাঁর উদ্দেশে ও যাঁর দ্বারা সমস্ত কিছুই সৃষ্টি হয়েছে, তিনি অনেক সন্তানকে মহিমার ভাগী করার উদ্দেশ্যে তাদের নাজাতের আদিকর্তাকে দুঃখভোগ দ্বারা পূর্ণতা দান করেন।

11. কারণ যিনি পবিত্র করেন ও যারা পবিত্রীকৃত হয়, সকলেরই এক জন পিতা আছেন; এজন্য তিনি তাদেরকে ভাই বলতে লজ্জা পান না।

12. তিনি বলেন,“আমি আমার ভাইদের কাছে তোমারনাম তবলিগ করবো,মণ্ডলীর মধ্যে তোমার প্রশংসা-গানকরব।”

13. আবার,“আমি তাঁরই উপরে ভরসা রাখব।”আবার,“দেখ, আমি ও সেই সন্তানেরা,যাদেরকে আল্লাহ্‌ আমায় দিয়েছেন।”

ইবরানী 2