ইবরানী 1:6-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. আর যখন তিনি প্রথমজাতকে আবার দুনিয়াতে আনয়ন করেন, তখন বলেন,“আল্লাহ্‌র সকল ফেরেশতা তাঁরএবাদত করুক”।

7. আর ফেরেশতাদের বিষয়ে তিনি বলেন,“তিনি তাঁর ফেরেশতাদেরকে বায়ুস্বরূপ করেন,তাঁর সেবকদেরকে আগুনের শিখাস্বরূপ করেন।”

8. কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন,“হে আল্লাহ্‌, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী;আর ন্যায়ের শাসনদণ্ডই তাঁর রাজ্যেরশাসনদণ্ড।

9. তুমি ধার্মিকতাকে মহব্বত করেছ ওনাফরমানীকে ঘৃণা করেছ;এই কারণে আল্লাহ্‌, তোমার আল্লাহ্‌,তোমার সাথীদের চেয়ে বেশি পরিমাণেআনন্দ-তেলেতোমাকে অভিষিক্ত করেছেন।”

10. আর,“হে প্রভু, তুমিই আদিতে দুনিয়ারভিত্তিমূল স্থাপন করেছ,আসমানও তোমার হাতের রচনা।

11. সেগুলো বিনষ্ট হবে,কিন্তু তুমিই নিত্যস্থায়ী;সেগুলো কাপড়ের মত পুরানো হয়ে যাবে,

12. তুমি কাপড়ের মত সেসব গুটিয়েরাখবে,কাপড়ের মত সেগুলোকে বদল করা হবে;কিন্তু তুমি যে, সেই আছএবং তোমার বছরগুলো কখনও শেষহবে না।”

13. কিন্তু তিনি কোন ফেরেশতাকে কি কোন সময়ে বলেছেন,“তুমি আমার ডান পাশে বস,যতক্ষণ না আমি তোমার দুশমনদেরকেতোমার পায়ের তলায় রাখি”?

14. ফেরেশতারা কি সকলে সেবাকারী রূহ্‌ নন? যারা নাজাতের অধিকারী হবে, তাঁরা কি তাদের পরিচর্যার জন্য প্রেরিত হন নি?

ইবরানী 1